Thursday, 11 October 2018

বিহার বাসিন্দা বা বিহারী শুধু গুজরাত নয় গোটা ভারতের বিভিন্ন রাজ্যে সমস্যা তৈরি করে। তবুও তারা ভারত বাসী।

ছবি টি একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে নেওয়া। ছবি টি ব্যবহার করা হয়েছিল গুজরাত থেকে বিহার রাজ্যের বাসিন্দারা বিহারে ফিরে আসছে। কারণ কোনো এক বিহারের বাসিন্দা গুজরাতে একটি নাবালিকা কে ধর্ষণ করেছে। সেই জন্যই তারা ভয়ে গুজরাত ছেড়ে চলে আসছে। মাঝে মাঝে আসামে হয়, কারণ খবরের কাগজ গুলো এবং নিউজ চ্যানেল গুলো খবর দেখায়। আসাম থেকে কখনো বিহারের তথা হিন্দি ভাষি তারাও। আবার এই কিছু দিন আগে বাংলাদেশি তারানোর নাম করে বাঙালি তারাও অভিযান শুরু করেছে। মাঝে মাঝে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আওয়াজ ওঠে হিন্দি ভাষি তারাও, আর বাংলা দেশি তারাও। তবে এটাও ঠিক এই বিহার উত্তর প্রদেশের মানুষ বেশি ভাগের সঠিক ভাবে শিক্ষিত নয় । আমরা দেখেছি বিহার বোর্ডের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক বিভিন্ন প্রশ্নের ভুল উত্তর দিতে। আবার এদের প্রাপ্ত নম্বরের শতাংশ অন্য রাজ্যের চেয়ে বেশি । এরা বেশিরভাগ হিন্দি ভাষী আর সর্বভারতীয় চাকরির পরীক্ষা গুলো হিন্দি তে দেওয়া যায়। আর অন্য রাজ্যের বাসিন্দারা পরীক্ষা দিতে পারে ইংরেজি ভাষায়, তবে এসব ক্ষেত্রে দেখা যায় প্রশ্নের উত্তর পরীক্ষা দেওয়ার আগে তারা জেনে যায়। যত রকমের নকল আছে এরা করতে ওস্তাদ। জাল সার্টিফিকেট জাল ( নকল) বিশ্ব বিদ্যালয়ে ভর্তি এই বলয়ে। আবার ঐ দুই রাজ্যেই রয়েছে জাতপাতের রাজনীতি, মূল সমাজ ব্যবস্থায় যাদের অংশ গ্রহণ করতে পারে না। অত্যাচারের স্বীকার এই দলিত জন গোষ্ঠী, এরা জণ্ম নিয়ন্ত্রণ করে না পিলপিল করে ছারপোকার মতো বংশ বিস্তার করে। এদের নিজে দের অর্থাৎ দলিত দের একটি রাজনৈতিক দল আছে। বেশিরভাগ দলিত জনজাতি এরকম এরাজ্য ও রাজ্য করে বেড়ায়। এই দলিত গোষ্ঠীর নির্দিষ্ট বা নিজস্ব কোন চাষের জমি জায়গা নেই। তবে যেটা বিভিন্ন রাজ্যে ঘটে চলছে তা মেনে নেওয়া যায় না । আসাম অসমীয়া দের জন্য, বিহার বিহারী দের জন্য, মহারাষ্ট্র মারাঠি দের জন্য, বাংলা বাঙালি দের জন্য ।কাশ্মীর কাশ্মীরি দের জন্য। তাহলে সে দিন আর বেশি দূরে নেই, আবার ভারত বর্ষ ভাগ হয়ে যাবে জাত পাত দিয়ে। জাত মানুষের সৃষ্টি এই কথাটা সকল কে বুঝতে হবে। না হলে বিবেকানন্দের সেই মহান বানী চণ্ডাল মুচি মেথর মূর্খ ভারত বাসি আমার ভাই আমার রক্ত। বিহারী গুজরাতি অসমিয়া বাঙালি মারাঠি ওড়িয়া তামিল সকলে ভারত বাসি। we are Indian. We can doen each and every things. 

No comments:

Post a Comment