আজ থেকে ৩৪ বছর আগে ১৯৮৪ সালে ৩১ শে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দেহরক্ষীর গুলি তে নিহত হন, দিন টি ভারত বাসীর কাছে দুঃখের দিন।সেদিন সকালে বেতার তরঙ্গের মাধ্যমে ভারত বর্ষের আপামর জনসাধারণের প্রিয় প্রধানমন্ত্রীর মৃত্যু এবং ঐ ভাবে মেনে নিতে পারে নি। সকল ভারত বাসির চোখের জল পড়ে ছিল। গোষ্ঠ পাল নামে এক লোকসংগীত লেখক ও গায়ক গান গেয়ে ছিলেন। ৩১শে অক্টোবর ১৯৮৪ কী খবর পেল ভারত বাসী। সত্যিই সে দিন সেই গান টি সারা বাংলার মানুষ সারা দিন শুনে ছিল। আমি তখন একজন ছাত্র, আমার কাছেও সংবাদ টা মর্মভেদী।
এরকম একজন মহান মানুষ কে আজ আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। তিনি স্বর্গের যে লোকে থাকুন শান্তি তে থাকুন। আমার পক্ষ থেকে রইল সশ্রদ্ধ প্রণাম।
এরকম একজন মহান মানুষ কে আজ আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। তিনি স্বর্গের যে লোকে থাকুন শান্তি তে থাকুন। আমার পক্ষ থেকে রইল সশ্রদ্ধ প্রণাম।

No comments:
Post a Comment