(আগেই বলেছি ছবি পেয়েছি আনন্দ বাজার পত্রিকায়) আর একটা কথা , আমি কবিতা গল্প লিখতে জানি না। তাই হয়তো আমার লেখা পড়ে কারো ভালো লাগবে না। সেই কারণেই আমার লেখায় কমেন্ট নেই। আমি কবি নই তবুও চেষ্টা করছি কবিতা লেখার ভুু হলে নিজ গুনে ক্ষমা করে দেবেন।
জঙ্গল মহলে ছিল না, কোনো মাওবাদী।
২০০৬ থেকে ২০১১ সাল অবধি,
ছিল হার্মাদ দস্যু সি পি এম মার্কসবাদী।
ছত্রধরের মোটরবাইক এর পিছনে,
ঘুরতাম আমি, যেতাম যখন ওখানে।
সাথে আমার থাকত তখন আমের ফুল,
জনগণ কে বানিয়ে ছি বেয়াকুব বিলকুল।
তখন বলেছিলাম নন্দী গ্রামে গুলি করে
হার্মাদ দস্যু শাসক সি পি এম দল বর্বরে।
তাই তো নন্দী গ্রামের সি বি আই দলের,
সে রিপোর্ট চলে গেছে, ঠান্ডা ঘরে চিরতরে।
কারণ আমি একমাত্র আছি সত্যবাদী,
বাকিরা সবাই এক একজন পাকা মিথ্যাবাদী।
আকাশে বাতাসে ভেসে বেড়াছিল গুঞ্জন,
বাংলায় এবার হবেই হবে পরিবর্তন।
হায় হায় স্নেহের ভাই মাহাতো ছত্রধর,
কি হলো ২০১১ সালের জুনের পর।
তোমার বাস এখনো যে সেই শ্রী ঘর।
তুমি হলে সেরার সেরা মাওবাদী,
অন্যায়ের প্রতিবাদ তুমি করছ যদি।
জিজ্ঞেস করছ কেন সারের মূল্য বৃদ্ধি।
তুমি হবেই হবে সঠিক মাওবাদী।
আমি খুব ভালো কাজের কাজী।
কাজ ফুরলে হবেই হবে কিষেনজি।
এখন দেখি জঙ্গল মহল হল প্রতিবাদী,
আমি ঠিক জানি, এরাই তো মাওবাদী।
শুনুন না দিল্লির বাবু জি রাজনাথ।
তুলবেন না ওখান থেকে সেনা বাহিনীর হাত।
২০০৬ থেকে ২০০৯ বলেছি আমি বার বার,
সেনা বাহিনী করতে প্রত্যাহার।
সেদিন কথা শোনেনি কেউ ই আমার,
তখন আমার দরকার ছিল গদি
সেদিন ছিলো না কোন মাওবাদী।
আমি পৃথিবীর সেরা সৎ ও সত্যবাদী।
No comments:
Post a Comment