Saturday, 13 October 2018

পশ্চিম বঙ্গের নাম পাল্টে রাখা হোক বঙ্গ ধর্ষণ।

ছবি টি অন লাইন আনন্দ বাজার পত্রিকায় বেড়িয়ে ছিল ।একটি ধর্ষণের খবর দেওয়া হয়েছে। রোজ অনলাইনে যে কোনো খবরের কাগজ পত্র পড় ধর্ষণ শ্লীলতাহানি আর খুন এ ছাড়া খবর নেই। তবে এও ঠিক রাজ্যে যা ঘটছে তার কত টুকু আমাদের জানা। এই নতুন নতুন গজিয়ে ওঠা অন লাইন নিউজ পোর্টালে আমরা তবুও দেখতে পাই। আর পাঁচ বছর থেকে পঞ্চাশ বছর কেউ বাদ যাচ্ছে না। সে দিন অন লাইন নিউজ ওয়েব পড়লাম দুজন কে ধর্ষণ করে খালের জলে ফেলে দিয়েছে। ছবি টি এখানে দিচ্ছি,
পুলিশ প্রশাসন সে তো ঠুঁট জগন্নাথ সিভিক দিয়ে গাাড়ি আটকে তোলা তুলতে ব্যস্ত কারন বছরের শেষে হিসেব দিতে হবে। এই নিয়ে অন্য এক দিন লেখা যাবে । কাল কাগজে পড়লাম (অনলাইন) ধর্ষিতার মৃত্যু। বর্ধমানের আসানসোল এলাকা বা আশ পাসে বাড়ি দু সন্তানের মা গত আড়াই মাস আগে ছোট মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়ে ছিলেন সেই সময় তার পূর্ব পরিচিত পুরুষ অন্য কয়েক জন মিলে তাকে ধর্ষণ করে। গত ১৩/১০/১৮ তারিখে মারা যান । এসব আপনারা কাগজে পড়েছেন। মনে দাগ কাটা কয়েক টি ঘটনা। ১)পার্কস্ট্রী কাণ্ড ২) কামদুনি ৩) মধ্যম গ্রাম আরও কত আছে। আমাদের মাননীয়ার কথা অনুযায়ী শরীরে জ্বর জ্বালা হলে ও হয়ে থাকে। তিনি তো আবার ধর্ষিতা শ্র্রী চালু করে ছিলেন জানি না, কেউ পেয়েছেন কি না। রেট ছিল ১০, ২০,৩০ হাজার টাকা । তিনি জানতেন রাজ্যে ধর্ষিতা শ্রী তে ভরে যাবে। এতো উল্টো হয়ে গেছে ভাই আর ভাই পো রা মিলে ধর্ষিতা শ্রীতে ভরিয়ে তুলেছে আট থেকে আশি কেউ বাধ নেই, সুযোগ পেলে ছাড় নেই। তবে রেগে গেলে হবে না। যার দরকার নেই তাকেও তিনি কন্যাশ্রী দিচ্ছেন শুধু শুধু, যার দরকার নেই তাকেও সাইকেল দিচ্ছেন এমনি এমনি। ভাইয়েরা আদর করবে না। গত একটি মেয়ে মেট্র্রো করে বাড়ি ফিরছিলেন কয়েক জন যুবক তাকে ঘিরে বিভিন্ন রকম অশ্লীল আচরণ ও কথা বলতে থাকে। সবাই দেখেও চুপ কেউ প্রতিবাদ করেন নি। ঘটনা টি ৯ /১০ /১৮ রাত ন'টার সময়। আনন্দ বাজার পত্রিকায় বেড়িয়ে ছিল ।আবার এক অভিনেেত্রী কে শ্লীলতাহানি স্বীকার হতে হয়়েছে। এসব নিত্য নৈমিত্তিক হয়ে গেছে। কারণ ভাগারের মাংস আর মদ এখন যেখানে সেখানে মেলে, এবং সস্তায় মেলে। মা বোনেরা একটু সাবধানে পূজোয় ঠাকুর দেখতে যান। এই সব ভদ্র ভাই দের খপ্পরে পড়বেন না। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকবেন। আর আমার দেওয়া রাজ্যের নাম যেন সত্যি না হয়। মা দুর্গার কাছে এই প্রার্থনা করি। সকলে শারদীয়ার শুভেচ্ছা নেবেন ।

No comments:

Post a Comment