ছবি টি ডেইলি হান্ট নিউজ ওয়েব সাইট থেকে নেওয়া এবং খোঁজ খবর নামক নিউজ পোর্টালে বেড়িয়ে ছিল ।এর আগেও আমি আমার ব্লগে লিখেছি যে আমাদের রাজ্য এখন বারুদের স্তুপের উপরে দাঁড়িয়ে আছে। আজ এখানে বোমা মেলে কাল অন্যত্র। আজ এক জায়গায় অস্ত্র কারখানা পাওয়া যাচ্ছে প্রচুর অস্ত্র। কাল অন্যত্র পাওয়া যাচ্ছে কারখানার সন্ধান, কিন্তু কেন এতো বোম পশ্চিম বঙ্গের মানুষ একদিন নিজেরাই নিজেদের বোম মারবে।

এই যে ছবি টি দেখছেন এটি ডেেইলি হান্ট নিউজ ওয়েব সাইট আমাদের ভারত অনলাইন নিউজে বেড়িয়ে ছিল। এক জন তৃণমূল নেতার বাড়িতে বোমা মেরেেছ দুুস্কৃতীর দল। আবার নয় অক্টোবর ইংরেজবাজার এলাকায় পাওয়া গিয়েছে। এই ছবিটিও একই ভাবে সংগৃত। আর অনলাইন নিউজ পোর্টালে প্রতিদিন প্রতি মুহূর্তে এরকম খবর বেড়িয়ে যাচ্ছে। কেন এতো অসহিষ্ণুতা কারণ একটাই টাকা বাম আমলে মানুষ দেখেছে । গ্রামের কিছু মানুষ দাদা হয়ে উঠে ছিল। গ্রামে তাদের কথা শেষ কথা, গ্রামে এরাই ছিল বিচারক যে কোন ঘটনা ঘটলে এরা থানা থেকে পুলিশ সব কিছু এদের হাতের মুঠোয় ।কোন কোন জায়গায় এদের ভগবান বলা হতো। কাকে মারতে কাকে গ্রাম ছাড়া করতে হবেে, সব এদের হাতে । এরা বিভিন্ন সরকারি কাজ যেমন রাস্তা তৈরি। সরকারি মানে পঞ্চায়েতে আসা টাকা গ্রামে কীভাবে খরচ হবে ঠিক করে দিতে এদের জুড়ি ছিল না। কার জমি দখল করে রাতারাতি মন্দির বা ক্লাব করতে হবে। সবের ভেতর এরা থাকত কিন্তু সামনে আসত না ।মারামারি করে মরত সাধারণ ঘরের ছেলে রা এরা আনন্দে থাকত ভগবান হয়ে। আর টাকার কুমির বনে যেত সেখান থেকে কিছু টাকা খরচ করে মদ মাংস খাওয়়াতো ছেলে গুুলো কে হাতে রাখার জন্য। এখন সেই সব গ্রামের দাদা বা ভগবান দের একটা বড়ো অংশ পিঠ বাঁচাতে তৃণমূল দলে যোগ দিয়েছেন। সেই জন্য বাম আমল যেখান থেকে শেষ করে ছিল। ঠিক সেইখান থেকে শুরু করেছে এই সরকার। পুলিশ প্রশাসন যদি একটু তৎপর না হয়। তাহলে এই পশ্চিমবঙ্গের সঞ্চিত বারুদ এক দিন বিস্ফোরন হবে। সেই বিস্ফোরণে সাধারণ মানুষ নয় সকলে জ্বলবে। তার কয়েক টা নমুুনা আমরা দেখছি মাত্র।
No comments:
Post a Comment