Thursday, 4 October 2018

যার যেমন জণ্ম কর্ম তার তেমন ভাবেই পালন।

২ রা অক্টোবর কংগ্রেসের গান্ধীর জণ্ম দিন পালন করছে কংগ্রেস। অনলাইন আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে খবর টি। সাংবাদিক লিখেছেন গান্ধীর জণ্ম দিন পালন অনুষ্ঠানে কংগ্রেস কর্মীদের উদ্দ্যাম নৃৃত্য ।
আমার মনে হয় কংগ্রেস কর্মীদের দোষ নেই, যে যেমন তার জণ্ম দিন সেভাবে পালন করা উচিত কিনা বলুন? মনে করুন চোরের জণ্ম, কেমন করে পালন করবেন। এরা মানে এই গান্ধী নামক প্রাণী টির জন্য দেশের আজ এই অবস্থা। ও নিজে কে সবচেয়ে জ্ঞানী মনে করতেন। দক্ষিণ আফ্রিকা থেকে বিতাড়িত হয়ে ভারতের সর্বনাশ করতে এলেন। আচ্ছা সকলে একবার ভাবুন কংগ্রেস মানে সভা এই সভার প্রতিষ্ঠাতা কে? একজন ইংরেজ অক্টোভিয়ান হিউম, একজন ইংরেজের তৈরি প্রতিষ্ঠান ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করতে দেবে। ঐ আবেদন নিবেদন করা যায়, ঐ সাহেব সেটা করতে ঐ কংগ্রেস তৈরি করে ছিলেন। আর এই গান্ধী নামক যন্ত্র দেশে ফেরত এসে শুরু করলেন ইংরেজ তথা ব্রিটিশদের দালালি। অসহযোগ আন্দোলন চলছে ব্রিটিশ সরকার কোন ঠাসা চৌরিচোরায় কী ঘটেছিল থানায় আগুন দিয়ে ছিল কাদের থানা ইংরেজের সাদা চামড়ার পুলিশ কালা আদমী বলে চাবগা তো সেই পুলিশ। বেশ আর যায় কোথায় তিনি বলেন আমি আর এ আন্দোলন চাই না। অনেক লোক বসে গেল, আন্দোলনে ভাটা পড়ল। ইংরেজ রাজ স্বত্ত্বি পেল, ঐ নীতি তোমার এক গালে চড় মেরেছে আর এক পেতে দাও। প্রতি মুহূর্তে ব্রিটিশ কে সাহায্য করে গেছে ওর সিদ্ধান্ত।ব্রিটিশদের দালাল নিজেকে মহাপুরুষ বলে ভাবত,। দেশের স্বাধীনতা এল হিটলার ও সুভাষ চন্দ্র বোসের চেষ্টায়। আরেক জন পাঁঠা লর্ড মাউন্ট ব্যাটনের বউ এর সঙ্গে - - সেই  এসে নাটক করে দেশের এই যনতরের সঙ্গে হাত মিলিয়ে নকল স্বাধীনতা সংগ্রামী সেজে দেশ ভাগ করে গদীতে বসে পড়ল। কেন জেলে যেতে হতো এক ছিল লোক কে দেখাতে হবে, আর ছিল যদি জনগণ মেরে দেয়। এই ভয়ে জেলে গিয়ে বসে থাকতো। এরা প্রচারের উদ্দেশ্যে নিজেদের নাম যাতে থাকে তার জন্যে জণ্ম দিন গুলো এক একটা নাম দিয়েছে। আমার তো মনে হচ্ছে কংগ্রেসের কর্মীরা সঠিক ভাবে ইংরেজের দালালদের জণ্ম দিন পালন করেছে। এত দিনে বুঝতে পেরেছ আসল রূপ। কারণ স্বাধীনতার পর দেশের মানুষ যাতে লেখা পড়া না শেখে তার ব্যবস্থা করে দিয়ে ছিল। মাউন্ট ব্যাটনের বউ এর ড্যাশ। লেখা পড়া শিখলে জেনে যাবে আসল ইতিহাস কী? একজন বাঙালির কংগ্রেস নামক দল থেকে শত হস্ত দূরে থাকা উচিত। কংগ্রেসের কর্মীরা ঠিক করেছে যার যেমন প্রাপ্য সম্মান তাকে সেটা দিয়েছে। অশেষ ধন্যবাদ তোমাদের ভাই সকলে ভালো থেকো। 

No comments:

Post a Comment