Thursday, 25 October 2018

আসছে ভূত চতূর্দশী।

আবার একটা ভুত চতুর্দশী এসে গেল। যাকে কালী পূজো বা দীপাবলির আগের যে চতুর্দশী হয়। এই চতুর্দশী কে ভূত চতূর্দশী বলে।
ছবি টি আনন্দ বাজার পত্রিকার অনলাইন বেড়িয়ে ছিল।
এই চতুর্দশী দিন ১৪ শাক খাওয়া ও  দেব গৃহে ১৪ প্রদীপ জ্বালাতে হয়। ১৪ শাকের নাম, ১) ওল ২) কেঁউ ৩) বেতো ৪) সরিষা ৫) কালকাসুন্দা ৬) নিম ৭) জয়ন্তী ৮) শাঞ্চে ৯) হিলঞ্চ ১০) পলতা ১১) শৌলফ ( শাপলা) ১২) গুলঞ্চ ১৩) ভাঁটপাতা ১৪) শুষনীশাক ।আমি জানি না এই শাক গুলো আদৌ সব গুলো খায় কি না? তবে বাজারে ওর আগের দিন ১৪ শাক বিক্রি হয়। এই চতুর্দশীর দিন দিন টিকে কোথাও কোথাও যম চতুর্দশী বলে পালন করা হয়। আবার কোথাও কোথাও পুরনো জিনিস পত্রের দিয়ে বুড়ো বুড়ি করে পড়ানো হয়। বাচ্ছারা ভুল উচ্চারণ করে বলে আজোরে পূজোর। ঐ উচ্চারণ হবে আলোরে পূজোরে, অর্থাৎ আলোর পূজো সকল অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার উৎসব। কালী রূপে মাতা সমস্ত কালিমা দূর করতে ঐ দিন পূজিতা হন।আবার অনেকে এদিন পার্থিব শিবের পূজা করেন    গঙ্গা মাটি দিয়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রমাণ শিব তৈরি করে এই শিবের   পূজা করা হয়। আসুন আমরা সকলে মিলে মা সত্যিই আমাদের মন থেকে সমস্ত কালিমা দূর করে পশ্চিম বাংলা কে নতুন পথ দেখাক।কারণ পশ্চিমবঙ্গের প্রায় সকলেই এক একটা জীবন্ত ভূত ।সব জেনে বুঝেও ভূতের মতো আচরণ করে যাচ্ছি।    সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । আলোর উৎসবে মেতে উঠি এই আলোতে সকলের মনের কালো দূরে যাক। 

No comments:

Post a Comment