Sunday, 14 October 2018

বাংলা এখন মদের বোতল ও ভাগারের রাজ্য।

ছবি টি অন লাইন আনন্দ বাজার পত্রিকায় বেড়িয়ে ছিল ।খবর টা ছিল নেশায় বুঁদ পুরুষ বন্দনা এখন দশভূজা । খবর টি আনন্দ বাজার পত্রিকায় পূজার থিম নিয়ে লেখা। বাস্তবে বর্তমান রাজ্যে যে ভাবে চুল্লু বা নকল বিদেশী মদ বিক্রি হচ্ছে সংগে ভাগারের মাংস তাতে গ্রামের খেটে খাওয়া গরীব মানুষের বাড়ির পুরুষ দের তাদের বধূর দল আটকে রাখতে পারে না। পূজোর সময় আরো বেশি কারণ দেড়শো দুশো টাকা রোজগার করে সংসার চালান দায়। সেই চিন্তা এবং নিত্য অশান্তি এড়াতে এরা মনে করে মদ মাংস খেয়ে একটু যদি ভোলা যায়। বলবেন টাকা আসে কোথা থেকে যা উপায় করে সেখান থেকে তারা কয়েক জন মিলে চাঁদা তোলে তারপর ঐ টাকায় ছাঁট মাংস আর মদ আসে। ওদিকে বাড়িতে মেয়েরা বাচ্ছা দের মুখে খাবার তুলে দিতে পারে না। সেই জন্যই অনেক বধু বাইরে কাজে যেতে হয়, ও বাড়ির কাজ করতে হয় । এভাবে তারা বেঁচে থাকে, মদ খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখানোর পয়সা থাকে না। এভাবে ঐ সব গ্রামের মেয়ের দল বা বধুরা সব সামাল দেন সেই জন্যই তারা দশভূজা। 

No comments:

Post a Comment