Thursday, 25 October 2018

পশ্চিমবঙ্গের পরিবর্তনের অংশীদার।

ছবি টি অন লাইন আনন্দ বাজার পত্রিকা থেকে নেওয়া। ছবি টি দেখে বুঝবেন ইনি একজন সেলিব্রেটি বাংলা চলচ্চিত্র বা ধারাবাহিকের। ভাবছেন এর ছবি আর উপরের হেড লাইনে কী মিল। ভাবুন যখন চার পাশে বিভিন্ন ভাবে আন্দোলন হচ্ছে। বনধ পালিত হচ্ছে, বামফ্রন্ট সরকারের শেষ কয়েক বছর। অরাজকতা চালিয়ে যারা আজ ক্ষমতায়। সেই সময় পরিবর্তনের ডাক দিয়ে কলকাতার রাস্তায় একটি হোর্ডিং বেড়িয়ে ছিল। সেই হোডিংএর একটি ছিল এই  সেলিব্রেটির ছবি। ইনি এই পরিবর্তন সরকারের একজন অংশীদার তাহলে এখন যা হচ্ছে তার কিছু টা দায় নিতে হবে। এই সব পরিবর্তন পন্থী মানুষ দের কাছে আমার প্রশ্ন ১)রাজ্য টা ধর্ষণের রাজ্যে পরিণত হকো সেই জন্যই পরিবর্তন করতে চেয়েছিলেন।
২)বিভিন্ন রকম চিটফাণ্ডের টাকা লুঠ করে নেওয়া হবে। এর জন্যে পরিবর্তন করতে চেয়েছিলেন।
৩) কলেজের ভর্তির জন্য ঘুষ দিতে হবে এর জন্য পরিবর্তন করতে চেয়েছিলেন।
৪) প্রতিটি নির্বাচনে বোমা গুলি চলবে মানুষ মরবে। এমনকি ভোট নিতে যাওয়া সাধারণ কর্মী কে খুন করা হবে।
৫) যে কোনো সরকারি কাজ করতে গিয়ে নেতা থেকে
কর্মী প্রত্যেক কে ঘুষ দিয়ে কাজ করাতে হবে।
৬) আপনি কি এই জন্য পরিবর্তন করতে চেয়েছিলেন যে কলেজে কলেজে অধ্যক্ষ অধ্যাপকরা মার খাবেন।
৭) আপনারা এই পরিবর্তন নিশ্চয়ই চাননি যে চাকরির তালিকা ভুক্ত বেকার যুবক আন্দোলন করবে আর পুলিশ লাঠি চালাবে।
৮) দাড়িভিটার ঘটনা ঘটুক নিশ্চয়ই চাননি।
৯) আচ্ছা এর জন্যে পরিবর্তন করতে চেয়েছিলেন, প্রায় প্রতিটি গ্রামে মদের দোকান হোক।
১০) নিজেদের মধ্যে বোমা গুলি নিয়ে মারামারি মাঝখানে পড়ে। বাচ্ছা সে হয় আহত নয়তো প্রাণ চলে গেল। এই পরিবর্তন নিশ্চয়ই চাননি।
(ছবিটি অন লাইন আনন্দ বাজার পত্রিকায় বেড়িয়ে ছিল।) 
১১) আমার মনে হয় এর জন্যে পরিবর্তন হয়েছে, যে একশ বছরের বৃদ্ধাও ধর্ষণ থেকে বাদ যাবে না।
আমি জানি আপনাদের উত্তর জাস্টিফাই করা। আগেও হয়েছে এতো মিডিয়া ছিল না। লোক জানত না। ঠিক বলেছেন, কিন্তু যে টুকু জানতে পারত সেই অপরাধীর শাস্তি হতো। আরো বলবেন উন্নয়ন দেখতে পারেন না। হ্যাঁ উন্নয়ন দেখতে পাই, আমি চাই উন্নয়ন হোক কিন্তু কোনো নেতা মন্ত্রীর পকেট ভারী করে নয়। কোন মায়ের কোল খালি করে উন্নয়ন আপনারা ও নিশ্চিত চান না।

No comments:

Post a Comment